Top News

জামিন পেয়ে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার আ.লীগ নেত্রী

 জামিন পেয়ে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার আ.লীগ নেত্রী

জামিনে কারামুক্ত হয়ে বাড়ি যাওয়ার পথে আবারও গ্রেপ্তার হয়েছেন বগুড়ায় আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


গ্রেপ্তার মাহফুজা খানম লিপি (৪৫) সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উচ্চ আদালতের আদেশে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান মাহফুজা খানম লিপি। কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পরে সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন মাহফুজা খানম লিপি ও তার স্বামী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাদের বিরুদ্ধে সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেপ্তারের পর স্বামী-স্ত্রী দুজনই কারাগারে ছিলেন।

তিনি আরও বলেন, সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান মাহফুজা খানম লিপি। সে অনুযায়ী শুক্রবার বিকেলে জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পরে সদর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post