Top News

লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ নেতাকে গণধোলাই

 লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ নেতাকে গণধোলাই

হবিগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় শামীম আহমেদ নামে এক আইনজীবীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


শামীম আহমেদ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা।শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা শহরের কালিবাড়ি রোড এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ওই আইনজীবীকে আটক করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে মারধর করে তারা। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, উত্তেজিত লোকজনের হাতে আটক হওয়ার পর শামীম আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ এ নিয়ে তদন্ত করছে; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা সম্পৃক্ততা পেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post