Top News

নামাজরত অবস্থায় মুসল্লিদের ওর হামলা

 

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মসজিদে ঢুকে হামলা-ভাঙচুর

কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের ওর হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই মসজিদের সেক্রেটারিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সেক্রেটারির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শবে বরাতের রাতে ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহাবাদ দক্ষিণ পাড়া বায়তুল আকসা জামে মসজিদে এই হামলার ঘটনা ঘটে।



মসজিদের মুসল্লিরা জানান, মাসখানেক আগে ক্রিকেট খেলা নিয়ে পার্শ্ববর্তী নয়াকান্দি গ্রামের ছেলেদের সঙ্গে ফতেহাবাদ দক্ষিণপাড়া গ্রামের ছেলেদের মারামারি হয়। ওই মারামারিকে কেন্দ্র শুক্রবার বিকেলে নয়াকান্দি গ্রামের একজনকে মারধর করেন ফতাহাবাদের কয়েকজনপরে রাত ৮টার দিকে নয়াকান্দি গ্রামের তরুণরা ফতেহাবাদ গ্রামের কামরুল নামের একজনকে রাস্তায় পেয়ে মারধর করেন। এ সময় কামরুলের সঙ্গে থাকা অন্য ছেলেরা প্রাণভয়ে দৌড়ে এসে মসজিদের ভেতরে ঢুকে আশ্রয় নেন। এরপর নয়াকান্দি গ্রামের তরুণরা মসজিদে ঢুকে তাদের ওপর হামলা চালান এবং মসজিদে ভাঙচুর চালান।



এ সময় তাদের বাধা দিতে এগিয়ে এলে ওই মসজিদের সেক্রেটারি মো. ইব্রাহিমসহ অন্তত পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। তাৎক্ষণিক মসজিদের ইমাম মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হামলাকারীরা পালিয়ে যাএদিকে গুরুতর আহত অবস্থায় মসজিদের সেক্রেটারি মো. ইব্রাহিমসহ আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মসজিদের সেক্রেটারি ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকিদের সেখানে চিকিৎসা চলছে।


মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল বলেন, শুক্রবার রাত ৯টার দিকে বেশ কয়েকজন যুবক হাতে রড, হকিস্টিক, পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। তারা হঠাৎ মসজিদে ঢুকে এলোপাতাড়ি মসজিদের গ্লাস, দরজা-জানালা ভাঙচুর করেন। মসজিদের সেক্রেটারি ইব্রাহীম বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আমি মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মাইকিং করলে তারা পালিয়ে যামসজিদের সভাপতি আবুল কাশেম কমিশনার বলেন, আমরা মসজিদে নামাজ পড়ছিলাম। হঠাৎ দেখি একদল ছেলে মসজিদের বাইরে চারদিকে গ্লাস, দরজা-জানালা ভাঙচুর করছে। তাদের কয়েকজন মসজিদের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে শুনেছি ক্রিকেট খেলা নিয়ে আগের মারামারিকে কেন্দ্র হামলার ঘটনা ঘটেছে।


দেবিদ্বার থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বলেন, ক্রিকেট খেলা নিয়ে পূর্ব থেকে দুই পক্ষের মারামারির ঘটনায় এক পক্ষের ছেলেরা মসজিদ ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।য়।য়। তরুণ।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post