চালের গুদামে যৌথ বাহিনী, দুই ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে চাল মজুতের হিসেব সঠিকভাবে সংরক্ষণ না করা ও চালের মোড়ক পাটজাত সামগ্রী ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে ৫০ হাজার ও ২০ হাজারসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স সড়ক এবং শোভারামপুর এলাকায় দুটি চালের গুদামে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হারুন অর রশিঅভিযানকালে আদালত শহরের খোদাবক্স রোডে অবস্থিত চাল ব্যবসায়ী নবীণ চন্দ্র সাহাকে মোড়ক হিসেবে পাটজাত পণ্য ব্যবহার না করায় ২০১০ সালের ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যগত ব্যবহার’ আইনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
পরে আদালত শহরের শোভারামপুর মহল্লা এলাকায় ব্যবসায়ী সনত কুমার সাহাকে চাল মজুতের রেজিস্ট্রার ঠিকমতো পূরণ না করায় কৃষি বিপণন আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এই অভিযানে অংশ নেওয়া জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, কৃষি বিপণন অধিদফতর, খাদ্য অধিদফতরের কর্মকর্তারা অংশ নে ন।দ।
Post a Comment