Top News

স্ত্রীর মৃত্যুর শোকে জানাযার আগেই মারা গেলেন স্বামী

 স্ত্রীর মৃত্যুর শোকে জানাযার আগেই মারা গেলেন স্বামী

সিলেটে স্ত্রীর মৃত্যুর শোকে জানাযার নামাজের আগেই মারা গেলেন স্বামীও। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তারা দুজন মারা যান।


এমন ঘটনা ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইলামেরগাঁও আটঘর গ্রামে। মারা যাওয়া দুজন হলেন-শতবর্ষী হাজী জমসিদ আলী ও হাওয়ারুন নেছা (৮০)। স্বামী স্ত্রীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়াপরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বার্ধক্যজনিত রোগে মারা যান হাজী জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)। রোববার (২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় জানাযার নামাজ নির্ধারণ করেন পরিবারের লোকজন ও এলাকাবাসী।নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজী জমসিদ আলী। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন অসুস্থ জমসিদ আলীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। কিন্তু স্ত্রীর জানাযার নামাজের ১০/১৫ মিনিট পূর্বে ইহকাল ত্যাগ করেন।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post