দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও শহরতলীর ঘোষেরচর এলাকার আল ইমরান মাহামুদ (২৪), মুকসুদপুর উপজেলা পনির কাজী (৪৫), একই গ্রামের লিংকন কাজী (৪২), কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের মো. জালাল হোসেন (৫২) ও একই উপজেলার ফুলবাড়ি গ্রামের হারুন শেখ (৫৪)।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত চলা এ অভিযানে গোপালগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করাগোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গোপালগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ ৫ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে। হয়।
Post a Comment