বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি।


বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে বাড়িটি ভাঙতে শুরু করেন। এরপর তারা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে পুরো বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেন। এ সময় আন্দোলনকারীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


খুলনার ময়লাপোতা এলাকায় অবস্থিত এই বাড়িটি দীর্ঘদিন ধরে ‘শেখ বাড়ি’ নামে পরিচিত ছিল। এখানেই বসবাস করতেন শেখ হাসিনার চাচাতো ভাই, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা। মূলত এখান থেকেই পদ্মার এপারে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো বলে অভিযোগ রয়েছে।


গত ৪ আগস্ট, গণ-অভ্যুত্থানের সময় প্রথম দফায় ছাত্র-জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ৫ আগস্ট আবারও ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আজকের বুলডোজারের মাধ্যমে শেখ পরিবারের এই ঐতিহ্যবাহী বাড়িটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হলো।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post