Top News

এশিয়ায় নতুন যুদ্ধ?

 এশিয়ায় নতুন যুদ্ধ?

বাংলাদেশ কোন পক্ষে! 

রাত গভীর হতে না হতেই জাপানের রাডারে ধরা পড়ে এক অস্বাভাবিক সংকেত—আকাশে ছুটে চলেছে এক অজানা বোমারু বিমান। মুহূর্তের মধ্যেই যুদ্ধবিমান প্রস্তুত। টোকিও থেকে আসে চূড়ান্ত নির্দেশ।


সাগর আর আকাশের সীমানায় চলছে এক নীরব শক্তি প্রদর্শন। রাশিয়ার দীর্ঘ পাল্লার বোমারু বিমান উড়ছে আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে, আর তাদের পিছনে জাপানের এয়ার ডিফেন্স ফোর্স (ASDF) যুদ্ধবিমান।জাপানের প্রধান মুখপাত্র নিশ্চিত করেছেন যে দুটি তুপোলেভ-৯৫ বোমারু বিমান এবং যুদ্ধবিমান সাগর অব ওখোটস্ক ও জাপান সাগরের ওপর দিয়ে উড্ডয়ন করেছে। এর প্রতিক্রিয়ায় জাপান তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান পাঠিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য।
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post