সাবেক সেনা কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ট্রাঙ্ক ভর্তি বিপুল পরিমাণ অর্থ উদ্ধার
সাবেক সেনা কর্মকর্তা এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায়অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ টাকা। রোববার (২ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি সাইফুল আলমের বাসায় দুদকের অনুসন্ধান দল অভিযান পরিচালনা করে, এবং সেখান থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থ ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া, গত বছরের ১১ সেপ্টেম্বর সেনাবাহিনী সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
00:01
Post a Comment