Top News

‘আমি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি’

 ‘আমি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি’

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আবদুল মালেক (২২) নেত্রকোনার কলমাকান্দা থানার শিবপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামের বাগে জান্নাত নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ মার্চ) মাদ্রাসায় সাত বছর বসয়ী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক আবদুল মালেক। এরপর থেকে শিশু ছাত্রীকে মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ভুক্তভোগী শিশু। এদিন সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা ও এলাকার লোকজন আবদুল মালেককে আটক করেন। একপর্যায়ে তিনি ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেন বলে জানান তারা। পরে তাকে পুলিশে সোপর্দ করাএদিকে আবদুল মালেক ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আতিকুর রহমান নামের একটি ফেসবুক আইডিতে ৫৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে।


ওই ভিডিওতে অভিযুক্ত আবদুল মালেককে বলতে শোনা যায়, ‘আমি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি। এমন কাজ আমি আর কখনো করিনি। তাকে খারাপ কাজ করিনি।’


শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, রাতেই খবর পেয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। তাকে আদালতে সেপর্দ করা হবে। হয়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post