Top News

জামায়াতের আমির ও নাহিদ ইসলামের চুম্বনের দৃশ্যটি নিয়ে যা জানা গেল!

 জামায়াতের আমির ও নাহিদ ইসলামের চুম্বনের দৃশ্যটি নিয়ে যা জানা গেল!

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের চুম্বনের একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ডা. শফিকুর রহমান নাহিদ ইসলামকে চুম্বন করছেন। তবে ভিডিও ও ছবিটি আসল নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।


ফ্যাক্টওয়াচ জানায়, ভাইরাল ভিডিও ও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে।


গত মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিলের একটি ভিডিও সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, প্রাথমিকভাবে ভিডিওটির উৎস খুঁজে বের করা হয়। চুম্বনের দাবিতে ভাইরাল ছবি ও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কালো রঙের জামা পরা একজন ওয়েটারকে দেখা যায়। অনুসন্ধানে প্রাপ্ত বিভিন্ন সংবাদমাধ্যম ও ফেসবুকে সেদিনের এনসিপির আয়োজিত ইফতার মাহফিলের একটি ভিডিওতেও একই ওয়েটারের উপস্থিতি দেখা যায়।


এ ছাড়ার নাহিদ ইসলামের পোশাকসহ দুটি ভিডিওর অন্যান্য উপাদান দেখে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি ওইদিনেরই। তবে মূল ভিডিওতে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে চুম্বনরত অবস্থায় দেখা যায়নি। পরে ভাইরাল ভিডিওটির সঙ্গে মূল ভিডিওর তুলনা করে ফ্যাক্টওয়াচ। এতে কিছু অসঙ্গতি পাওয়া যায়।


যেমন, মূল ভিডিওতে নাহিদ ইসলামের হাতে ব্রেসলেট বা ঘড়ি জাতীয় কিছু দেখা যায়নি। ভাইরাল ভিডিওটিতে নাহিদ ইসলামের হাতে এমন কিছু দেখা যায়। এ ছাড়া চুম্বনের মুহূর্তে নাহিদ ইসলামের হাতের আঙ্গুল, চেহারার ভাবভঙ্গি, পাঞ্জাবির হাতার ডিজাইনও হঠাৎ পরিবর্তন হয়ে যেতে দেখা যায়। এসব অসঙ্গতির কারণে ফ্যাক্টওয়াচ ডিপফেক ভিডিও যাচাইয়ের টুল ‘ডিপফেক ও মিটার’ দিয়ে ভিডিওটি যাচাই করে। টুলটি বিভিন্ন মডেলের সাহায্যে ভিডিওটি বিশ্লেষণ করে জানায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post