Top News

পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 


মঙ্গলবার থেকে ভবনটি হস্তান্তরের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে একদল ভবন পরীক্ষক হ্যামার টেস্টসহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা করতে গেলে তারা তীব্র দুর্গন্ধ অনুভব করেন। পরে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানা ও জেলা পুলিশকে অবহিত করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি।

পুলিশ এসে লাশটি ভবনের দশতলার একটি কক্ষে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তবে মৃত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।


এ বিষয়ে পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মো. মোরতোজা আলী খাঁন সাংবাদিকদের জানান, ঘটনাটি সম্ভবত ঈদের আগেই ঘটেছে।


লাশটি পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ঘটনাস্থলে লাশের গলায় ফাঁসির রশি এবং একটি মোবাইল ফোন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘ভবন পরীক্ষকরা দুর্গন্ধ পেয়ে প্রশাসনকে জানালে আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে অবহিত করি। পুলিশ এসে এর লাশটি উদ্ধার করেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post